
বাঁকের লকারে সাধারণত গুরুত্বপূর্ণ কাগজ, টাকা, স্বর্ণ বা এজাতীয় জিনিসপত্র রাখা হয়।ব্যাংকের লকার খোলার জন্য দুটি চাবির প্রয়োজন হয়। যার একটি থাকে গ্রাহক এর কাছে এবং অপরটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে। লকার ব্যবহারের জন্য উভয়ের চাবির দরকার হয়।গ্রাহক ও ব্যাংকার মিলিতভাবে লকার খোলেন এবং গ্রাহক তাঁর আমানত নিজ দায়িত্বে লকারে রাখেন। ব্যাংকার বা গ্রাহকের এককভাবে লকার খোলা কোনভাবেই সম্ভব নয়। লকার ব্যবহারে গ্রাহককে একটি নির্দিষ্ট চার্জ প্রদান করতে হয়। লকার ব্যবহার গ্রাহকের আমানত সংরক্ষণের একটি সুবিধা মাত্র। লকারে জমাকৃত আমানতের উপর ব্যাংকের কোন দায়বদ্ধতা নেই।