কোকা-কোলার আবিষ্কারক জন পেম্বারটন মূলত একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। কলম্বাসের যুদ্ধে জন তিনি তার বুকে তরবারির আঘাত পান এবং এই আঘাত থেকে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতর ব্যাথা থেকে বাঁচতে তিনি মরফিনে আসক্ত হয়ে পড়েন। ১৮৬৬ সালে, তার এই আসক্তি থেকে বাঁচার জন্য তিনি নানান পরীক্ষা-নিরিক্ষা শুরু করেন। তিনি মূলত ব্যাথানাশক ঔষুধ নিয়েও পরীক্ষা শুরু করেন যেটা আফিমমুক্ত এবং মরফিনের মতো কার্যকরী।এই পরীক্ষা থেকেই পেম্বারটন কোকা-কোলার ফর্মুলা আবিষ্কার করেন। যা বর্তমান বিশ্বে সবথেকে জনপ্রিয় পানীয়।
তথ্যগত কোনো ভুল বা অভিযোগ জানাতে মেইল করুন thereversetimer@gmail.com
#thereversetimes #coca-cola #history #JohnPemberton
Share with others