বাংলাদেশের পতাকার ডিজাইনে কেন পরিবর্তন করা হয়েছিল

বাংলাদেশের মানচিত্র সর্বপ্রথম ডিজাইন করেন কুমিল্লার আর্ট কলেজের শিক্ষার্থী শিব নারায়ন দাস। পতাকার মাঝে সেই বাংলাদেশের মানচিত্রটি তিনিই একে দিয়েছিলেন।

মেজর জেমস রেনেলই প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন। আ.স.ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৭১ সালের মার্চ ০২ তে। বাংলাদেশের প্রথম পতাকা ও স্বাধীনতা যুদ্ধের সময় যে পতাকা উত্তোলিত হতে দেখা গেছে, সেখানে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র শোভা পায়। ২৩শে মার্চ ১৯৭১ইং সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের পতাকা উড়ান ধানমন্ডির ৩২নম্বর বাসায়, সেখানেও মানচিত্র সমৃদ্ধ পতাকাটি দেখা যায়।

১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা তার মানে মানচিত্র বাদ দেয়ার সিদ্ধান্ত সরকারী। মূলত পতাকাকে সহজ করতেই, মানচিত্রটি বাদ দেয়া হয়।

Share with others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *