আমাদের প্রিয় মধুদা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একপ্রান্তে, কলাভবনের উত্তর-পূর্ব কোণে দাঁড়িয়ে আছে এক চায়ের দোকান—‘মধুর ক্যান্টিন’। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা হয়তো জানেন না, এই ক্যান্টিনের নাম যার নামে, তিনি কে ছিলেন। নাম ছিল মধুসূদন দে, সবাই ডাকত মধুদা। ১৯১৯ সালের এপ্রিলে জন্ম মধুসূদন দের।…