ঐতিহাসিক শাহ ফরিদ জামে মসজিদ

বিখ্যাত সুফী সাধক হযরত মাইনউদ্দিন চিশতীর (র.) শিষ্য কামেল ব্যক্তিত্ব হযরত শাহ ফরিদ (র.) ইসলাম প্রচারের জন্য ফরিদপুর ও চট্টগ্রাম সফর করেন। ধারণা করা হয়, ইসলাম প্রচারের জন্য সফরের সময় সঙ্গী-সাথী নিয়ে ফরিদপুরের এ জায়গায় বিশ্রাম নেন। সে সময় এখানে একটি বটগাছ ছিল। এ বটগাছের নিচেই তিনি বিশ্রাম নেন এবং জায়গাটিতে অবস্থান করেন। জায়গাটি তার ভালো লেগে যায় এবং এখানে একটি বিশ্রামাগার তৈরি করেন। এখান থেকেই তিনি ধর্ম প্রচার করতেন এবং ভক্তদের উদ্দেশে ওয়াজ-নসিহত করতেন। পরে এটি শাহ ফরিদ দরগাহ নামে পরিচিত লাভ করে। এ দরগাহর সাথে রয়েছে প্রাচীন ইতিহাসের এক বিশেষ অধ্যায়। ফরিদপুর নাম পত্তনের উৎস সঠিক জানা না গেলেও এ শাহ ফরিদের (র.) নাম অনুসারে আধুনিক ফরিদপুরের নামকরণ করা হয়েছে। ১৯৬২ সালে মাওলানা আতাউর রহমান তৎকালীন জেলা প্রশাসক মো. ইদ্রিসের সহায়তায় শাহ ফরিদ জামে মসজিদটি তৈরি করেন।

#Foridpur#Faridpur#shahforid#mosque#MOSJID#history#itihas #naming

Share with others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *