
আজটেক সভ্যতা উত্তর-ধ্রুপদি যুগপর্যায়ের ১৩০০ থেকে ১৫২১ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে অধুনা মধ্য মেক্সিকো ভূখণ্ডে বিকাশ লাভ করা একটি মেসোআমেরিকান সভ্যতা। আজটেক জাতি বলতে মধ্য মেক্সিকোর বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলিকে বোঝায়। আজটেকদের বিশ্বাস ছিল প্রতি ৫২ বছরে সূর্য দেবতা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন।তাই তারা এই বিপদ এড়াতে তারা প্রতি ৫২ বছর পর পর এই বিশেষ উৎসবের আয়োজন করত। উৎসবের আগে পাঁচদিন জুড়ে সমস্ত আজটেক শহরের আগুন নিভিয়ে দেওয়া বাধ্যতামূলক ছিল। উৎসবের দিন, উইক্সাচটলান পাহাড়ের উপরে, যাজকরা একজন বন্দীর বুকে আগুন লাগিয়ে দেতো এবং আগুন জ্বালানোর জন্য তার হৃদয় কেটে ফেলা হতো।এই আগুন জ্বালানোর জন্য বিশেষ কাঠি ব্যবহার করা হতো। নতুন জ্বালানো এই আগুনকে দ্রুত গতিতে সারা সাম্রাজ্যে ছড়িয়ে দেয়া হতো। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে গ্রামে এই আগুন পৌঁছে দেওয়া হতো। নতুন আগুন জালানোর পর অ্যাজটেক এর লোকেরা মনে করতে সূর্য আবারও ৫২ বছর নিয়মিত উদিত এবং অস্ত যাবে।