বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবাইদুল কাদের এর একটি জনপ্রিয় বাক্য—“মাসুদ, তুমি কি ভাল হবা না?” যাকে বলেছিলেন তার নাম ছিল মাসুদ, যিনি ছিলেন তখনকার সময়ের বিআরটিএর উপপরিচালক।
২০১৭ সালের জানুয়ারিতে বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাসুদ আলমকে উদ্দেশ্য করে বলেন, “মাসুদ, তুমি কি ভালো হবা না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও”এবং অনেকে সেটিকে নিয়ে বিভিন্ন মিম ও পোস্ট তৈরি করেন।
যে ভিডিওটি নিয়ে লাখো মানুষ আজও মজা করেন , ভিডিও প্রায় ৭ বছর আগের। ২০২১ সালে জানা যায় মাসুদ আলম বিআরটিএর মিরপুর অফিসে নেই, বরং সংস্থাটির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ আলম বলেন, “আমি এখন আর মিরপুর অফিসে নেই, হেড অফিসে আছি।” যদিও তাকে ভালো হওয়ার কথা বলা হয়েছিল, তবে তিনি নিজেই এই ব্যাপারটা হাস্যরসের সাথে নেন এবং কোনো স্পষ্ট উত্তর দেন না এবং পরবর্তীতে এর যোগাযোগ সম্ভব হয় নাই ।